সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক।
রোববার (৫ জানুয়ারী) দুপুরে শহরের এসএস রোডে অবস্থিত চেম্বার অব কমার্স কার্যালয়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাচ্চুকে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরে শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্যবসায়ীদের সেবা মুলক বাণিজ্য সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ এর আয়োজনে ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ এর উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থেকে ভারমুক্ত হন। এদিকে সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জেলাসহ দেশ বিদেশের ব্যবসায়ী, রাষ্ট্রদূত, শুভাকাঙ্খি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গনমাণ্য ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে আসছেন।
আ. দৈ. /কাশেম/নজরুল