বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের লন্ডনে আরও একটি ফ্ল্যাট পাওয়ার খবর সামনে এসেছে। ফ্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশের পর যুক্তরাজ্যের এই সিটি মিনিস্টারের বিরুদ্ধে ক্রমবর্ধমান তদন্ত চলছে এবং তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। কারণ, তিনি লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট একজন সহযোগীর কাছ থেকে ওই ফ্ল্যাট উপহার নেন টিউলিপ। ফিনান্সিয়াল টাইমসের পর এবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য সানডে টাইমস বলছে, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং তিনি যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়ার দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশে টিউলিপ এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে বাংলাদেশি আইনজীবী মঈন গণি উত্তর লন্ডনের ওই ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে এই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন।
ডেইলি মেইল জানায়, যদি টিউলিপ এই ঘটনার ব্যাখ্যা না দেন, তবে তাকে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে। হারো ইস্টের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপকে তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। ছায়া হোম অফিস মিনিস্টার ম্যাট ভিকার্স বলেন, এ ধরনের অভিযোগ কোনো সরকারের সদস্যের বিরুদ্ধে গ্রহণযোগ্য নয়।
টিউলিপ সিদ্দিক অভিযোগ নাকচ করে দিয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। টিউলিপ হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাটে থাকতেন, যা তার বোন আজমিনার ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল। ফ্ল্যাটটি ২০২১ সালে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করা হয়। ফ্ল্যাটের আগের মালিক মঈন গণি বাংলাদেশের পরামর্শক হিসেবে কাজ করেন।
টিউলিপ উত্তর লন্ডনের ফিঞ্চলেতে ২.১ মিলিয়ন পাউন্ডের একটি ম্যানসনে থাকেন, যা দুই বছর আগে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সদস্য আবদুল করিম নাজিমের কোম্পানি কিনেছিল। টিউলিপের মুখপাত্র বলেন, তিনি বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে ভাড়া দেন।
টিউলিপের মা শেখ রেহানা উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রীনে একটি ফ্ল্যাটে বাস করেন, যা সায়ান রহমানের মালিকানাধীন। হ্যাম্পস্টেডে টিউলিপের বোন ও মা কিছু সময়ের জন্য আরেকটি ফ্ল্যাটে থাকতেন, যা আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্লাহর মালিকানাধীন ছিল।
আ. দৈ./ সাধ