২০২৩ সালেই আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের। যদিও ২০২০ সাল থেকেই আলাদা থাকছিলেন তারা। বিচ্ছেদের পরপরই এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন নারীর সম্পর্ক নিয়ে শোনা গেছে নানা জল্পনা।
গত বেশ কয়েকদিন ধরেই ফিসফাস শোনা যাচ্ছিল, বলি-অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
সম্প্রতি সুইমিংপুলে দু’জনের গোসলরত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে।
২০২২ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল 'ডাবল এক্স এল' ছবিটি। যেখানে প্রধান ভূমিকায় দেখা গেছে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশিকে। ছবিতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন শিখর ধাওয়ান। আর এরপরই শোনা গিয়েছিল, হুমাকে নাকি পছন্দ করেন শিখর। অন্যদিকে হুমারও নাকি এই সম্পর্কে কোনো আপত্তি নেই। এরকম আবহে এসব ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জল্পনা।
ব্যাপারটা আসলে কী? সত্যিই কি প্রেম করছেন শিখর-হুমা? না। তারা একসঙ্গে সুইমিংপুলে সময়ও কাটাননি। এমনকি ঘনিষ্ঠ ছবিও তোলেননি!
তাদের ভাইরাল হওয়া এই ছবিও নাকি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-এর কারসাজি! এআই ব্যবহার করেই তৈরি হয়েছে এই ছবি। যা নিয়ে ভক্তদের মাঝেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
অনেকেই শিখর ও হুমাকে সুইমিংপুলে একসঙ্গে দেখে অভিনন্দন জানাচ্ছেন। তাদেরকে সম্পর্কের জন্য শুভকামনাও জানিয়েছেন।
আদতে এসবই মিথ্যা। তাদের দু’জনের ঘনিষ্ঠ সেই ছবি এআই-এর তৈরি। আপাতত দু’জনও নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
আ.দৈ/এআর