লাদাখের কিছু অংশ নিজেদের অন্তর্ভুক্ত করে চীন নতুন মানচিত্র প্রকাশ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, চীনের এ বেআইনি দাবি ও দখলদারিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি সংবাদমাধ্যমে ঘোষণা করা হয়, উত্তর-পশ্চিম চীনে দু’টি নতুন প্রদেশ তৈরি হয়েছে—হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। এই প্রদেশগুলো শিনজিয়াং প্রদেশের উইঘুর স্বশাসিত অঞ্চলের অধীনে থাকবে এবং হোতান শহর থেকে পরিচালিত হবে।
এই নতুন প্রদেশগুলোর মধ্যে লাদাখের কিছু অংশকে অন্তর্ভুক্ত করেছে চীন। এর মাধ্যমে তারা কার্যত লাদাখের উপর নিজেদের দাবি জোরালো করার চেষ্টা করেছে।
চীনের এই পদক্ষেপে তীব্র কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই তথাকথিত প্রদেশগুলোর একটি অংশ লাদাখের মধ্যে পড়ে। এটি ভারতীয় ভূখণ্ড। অবৈধ দখলদারির মাধ্যমে চীনের দাবি কখনোই বৈধতা পাবে না। এই পদক্ষেপের ফলে ভারতের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব পড়বে না।”
তিনি আরও যোগ করেন, “চীনের এই ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানাতে আমরা কূটনৈতিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”
ভারত-চীন সীমান্তে চলমান অচলাবস্থা নিরসনের প্রক্রিয়ার মধ্যেই এই নতুন দাবি বেইজিং-দিল্লির সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লাদাখকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে আরও জটিল করে তুলতে পারে এই ঘটনা।
আ.দৈ./সাধ