ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং হওয়ায় পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় গ্রন্থাগারে লাইট বন্ধ করে শুটিং করায় ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।
আজকের দৈনিক প্রতিনিধি কেন্দ্রীয় গ্রন্থাগারে সরেজমিনে গিয়ে দেখতে পান , শুক্রবার ছুটির দিন বিকেল ৩টায় গ্রন্থাগার খোলার কথা থাকলেও শিক্ষার্থীরা অ্পেক্ষমাণ থাকা সত্বেও সেখানে শুটিং চলছে। প্রায় ৪৫ মিনিট পরে শুটিং শেষ হলেও ততক্ষণে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। বহিরাগত লোকজনের চলাচল ও শুটিংয়ের সরঞ্জামায় শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলের মাস্টার্সে পড়ুয়া এক শিক্ষার্থীকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, , “লাইব্রেরিতে এরকম শুটিং কাম্য নয়, প্রশাসনের উচিৎ হয়নি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিনষ্ট করে নাটক-সিনেমার শুটিং করতে দেয়া ।”
এ বিষয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. সাইফুল আলম বলেন, “প্রশাসনের অনুমতি নিয়েই শুটিং হয়েছে। তবে তাদের গ্রন্থাগার খোলার আগেই কাজ শেষ করার কথা ছিল, যা তারা করেনি।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, গ্রন্থাগারে প্রায়ই চাকরির পরীক্ষা আয়োজন করা হয়। সপ্তাহে দুই-তিন দিনও পরীক্ষা চলায় নিয়মিত পড়াশোনায় সমস্যা হয়। শিক্ষার্থীরা লাইব্রেরিকে শুধু পড়াশোনার কাজে ব্যবহারের দাবি জানান।
আ.দৈ./সাধ