ঝালকাঠির নলছিটিতে বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে (২৫) দুই যুবক তুলে নিয়ে ধর্ষণচেষ্টা ও মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণীর মা।
অভিযুক্ত যুবকরা হলেন, কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের মো. কবিরের ছেলে মোরসালিন হাওলাদার ও একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে মো. মোত্তাকিন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন ভুক্তভোগী তরুণী ও তাঁর ছোট বোন (২৩) তাদের বোনের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই তরুণীদের বাবার সঙ্গে পূর্ববিরোধকে কেন্দ্র করে মোরসালিন ও মোত্তাকিন ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভরনের দিকে টেনে নিয়ে যায়। এ সময় দুই তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ভুক্তভোগীকে মারধর করে পালিয়ে যায় মোরসালিন ও মোত্তাকিন। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, প্রতিপক্ষের ভয়ে তিনি সপরিবার ঢাকায় থাকেন। সম্প্রতি তারা বাড়িতে এসেছেন। তাঁর মেয়েকে ধর্ষণচেষ্টা ও মারধর করায় তাদের মানসম্মান শেষ হয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত যুবকদের বিচার ও শাস্তি দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে মোরসালিনের বাবা কবির হাওলাদার বলেন, মিথ্যা অভিযোগে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ/ আফরোজা