মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে চীনা হ্যাকাররা অনুপ্রবেশ করে কর্মীদের ওয়ার্কস্টেশনসহ বেশ কিছু গোপন নথি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির কর্মকর্তারা। চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে দাবি তাদের।
অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, এ মাসের শুরুতে কয়েকজন কর্মীর ওয়ার্কস্টেশনে প্রবেশের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। গোপন নথি নয়, তবে বিশেষ কিছু নথিতে হ্যাকাররা প্রবেশ করতে সক্ষম হয়েছে। বিষয়টি ‘গুরুত্বপূর্ণ সাইবার হামলা’ হিসেবে বিবেচনা করে এফবিআইসহ অন্যান্য সংস্থার সহযোগিতায় এর প্রভাব খতিয়ে দেখা হচ্ছে।
হ্যাকিংয়ের প্রক্রিয়া ও সনাক্তকরণ
সাইবার সিকিউরিটি কোম্পানি বিয়ন্ড ট্রাস্ট প্রথমে ২ ডিসেম্বর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। তিন দিন পর নিশ্চিত হয় যে হ্যাকাররা তাদের সিস্টেমে প্রবেশ করেছে।
মার্কিন কর্মকর্তারা জানান, হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহারের মাধ্যমে অফিসের সিস্টেম হ্যাক করেছে। এই সিস্টেম কর্মীদের অফিসের বাইরে থেকে কাজ করার সুযোগ দেয়।
সতর্কতা ও তদন্ত
অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের পাঠানো এক চিঠিতে জানিয়েছে, চীনের পৃষ্ঠপোষকতাধীন অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি) নামের একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার পেছনে থাকতে পারে। সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং এফবিআই ঘটনার পরিপ্রেক্ষিতে সমন্বিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
কতটুকু তথ্য হ্যাকারদের হাতে পড়েছে এবং কী সময় ধরে তারা এই কাজ চালিয়েছে, তা নিয়ে এখনো বিস্তারিত জানায়নি অর্থ মন্ত্রণালয়। তবে এটি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তায় বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
আ. দৈ./ সাধ