শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে “ক্ষোভ-গেটে ভাঙচুর” গ্যালারি ভরপুর
স্পোর্টস রিপোর্টার
Publish: Monday, 30 December, 2024, 3:09 PM  (ভিজিট : 87)


বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচ গড়িয়েছে মাঠে। উদ্বোধনী দিনের টিকিট নিয়ে হাহাকার দেখা গেছে দর্শকদের মাঝে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটেও ভাঙচুর চালিয়েছে একদল দর্শক। আক্ষেপের মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে গ্যালারিতে। খেলার শুরুতেই হাউজফুল হোম অব ক্রিকেটের গ্যালারি।

ম্যাচের আগের রোববার সকাল থেকেই টিকিটের জন্য শের-ই-বাংলার আশেপাশে দর্শকদের ভিড় দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার আগেই টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাদের। দীর্ঘ অপেক্ষার পর যখন জানতে পেরেছিল, স্টেডিয়াম সংলগ্ন বুথে টিকিট দেয়া হবে না- তখন ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। যদিও দুপুরের দিকে বিসিবি টিকিট সংক্রান্ত ঘোষণা দেয়। অনলাইন এবং মধুমতি ব্যাংক থেকে টিকিট সংগ্রহ করার কথা জানায়।

ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে টিকিট নিয়ে দর্শকদের এমন ভোগান্তি নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল ম্যানেজমেন্ট কমিটিতে সদস্য সচিবের দায়িত্বে নাজমুল অবশ্য দায়টা নিজেদের কাঁধে নিয়েছেন। বলেছেন, ‘এর দায় পুরোটায় বিসিবির।’

অনলাইনে টিকিট কিনতে গিয়েও ভোগান্তি পেতে হয়েছে দর্শকদের। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও নাকি টিকিট কিনতে পারেননি, এমন অভিযোগ করেছেন কয়েকজন। তাছাড়া রোববার বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত উদ্বোধনী দিনের টিকিট অফলাইনে বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল। দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট না পেয়ে ফিরেছেন অনেকে। এদিন সন্ধ্যায় স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করে টিকিট না পাওয়াদের একদল।

সোমবার সকাল থেকে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে টিকিট বিক্রি শুরু হলেও। অনেকে পাননি। অভিযোগ রয়েছে পূর্ব গ্যালারির টিকিট না দেয়ার বিষয়েও। ব্যাংকটির মিরপুর ১১ নম্বরে ব্রাঞ্চে সকাল থেকে অপেক্ষা করা দর্শকরা পূর্ব গ্যালারির টিকিটের জন্য বেগ পেতে হয়। পরে যদিও দেয়া হয়।

বিভিন্নভাবে চেষ্টা করেও টিকিট না পেয়ে একদল সমর্থক সকালে স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালায় স্টেডিয়ামের প্রধান ফটকে। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিপিএল শুরুর দিনে দর্শকদের এমন হতাশার বিষয়টি অবশ্য মাঠে প্রভাব পড়েনি। শের-ই-বাংলার গ্যালারির অধিকাংশ পূর্ণ হয়েছে দর্শকদের সমাগমে। দিন বাড়ার সাথে বাড়তে থাকে দর্শকদের সমাগমও।

সোমবার উদ্বোধনী প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।


আ. দৈ/ আফরোজা 


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝