দুই দিনের বিরতির মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভারতের তিরুবন্তপুরমে শুটিংয়ে থাকা জনপ্রিয় মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হোটেলকক্ষের দরজা ভেঙে তার পচাগন্ধযুক্ত মরদেহ পাওয়া যায়।
একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য চার দিন আগে হোটেলের কক্ষটি ভাড়া নিয়েছিলেন দিলীপ শঙ্কর। তবে গত দুই দিন ধরে তাকে রুম থেকে বের হতে দেখা যায়নি। সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
ধারাবাহিকটির নির্মাতা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতির কারণে দিলীপ হোটেলে থেকে যান। কিন্তু দুই দিন পর তার মৃত্যুর খবর সবাইকে স্তম্ভিত করে তোলে।
দিলীপ শঙ্করের সহ-অভিনেতাদের মতে, তিনি বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন ও চলচ্চিত্র জগতে।
হোটেল কর্মীরা জানিয়েছেন, রুম থেকে পচা গন্ধ বের হওয়ায় তারা দ্রুত দরজা ভেঙে প্রবেশ করেন এবং অভিনেতার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
আ. দৈ./ সাধ