যুক্তরাজ্যে আইন লঙ্ঘনের জন্য জরিমানার সম্মুখীন হতে পারেন ব্রিটিশ শ্রমমন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে ও স্বৈরশাসক শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তার বাসার এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট না থাকায় এমন শাস্তি হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ সিদ্দিক যে বাড়িতে বসবাস করেন, সেটির 'ভাড়া আয় নিবন্ধন' সঠিকভাবে না করায় চলতি বছরের শুরুতে একটি তদন্ত শুরু হয়। বর্তমানে তিনি বাড়ির মালিক হিসেবে আইনি বাধ্যবাধকতা পূরণ করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ডেইলি মেইল আরও জানিয়েছে, উত্তর লন্ডনের বাসাটি টিউলিপের স্বামী ২০১৮ সালে ৮৬৫,০০০ পাউন্ডে কিনেছিলেন। ভাড়া দেওয়া এই বাড়ির জন্য প্রয়োজনীয় এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) পাওয়া যায়নি। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, কোনো বাড়িওয়ালা তিন মাসের বেশি সময় ধরে এই প্রবিধান লঙ্ঘন করলে ন্যূনতম ১০ হাজার পাউন্ড জরিমানার মুখোমুখি হতে পারেন।
টিউলিপ সিদ্দিক এর আগেও সংসদীয় বিধি লঙ্ঘনের অভিযোগে তদন্তের সম্মুখীন হয়েছেন। অভিযোগে বলা হয়েছিল, তিনি ১৪ মাস ধরে একটি ফ্ল্যাট থেকে ১০ হাজার পাউন্ডের বেশি ভাড়া আয় সঠিকভাবে প্রদর্শন করেননি। তবে এ বিষয়ে তার ব্যাখ্যা গ্রহণ করা হয়েছিল এবং বিষয়টি প্রশাসনিক ত্রুটি হিসেবে ধরা হয়েছিল।
এছাড়াও, টিউলিপ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। যদিও টিউলিপ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেনি।
বর্তমানে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিম তার বিষয়ে সাক্ষাৎকার নিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আ. দৈ./ সাধ