মাত্র ১৪৮ রানের ছোট লক্ষ্য। কাগজে-কলমে ম্যাচটি সহজেই জেতার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বোলাররা, বিশেষ করে মোহাম্মদ আব্বাস, প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলেছিলেন।
আব্বাসের দারুণ গতিময় বোলিংয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯৯ রানে তারা হারায় ৮ উইকেট। আব্বাস একাই শিকার করেন ৬টি গুরুত্বপূর্ণ উইকেট।
শেষ পর্যন্ত লোয়ার অর্ডারের দুই ব্যাটার মার্কো জানসেন ও কাগিসো রাবাদার অনবদ্য জুটি দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেয়। রাবাদা ৩১ রানে অপরাজিত থাকেন এবং জানসেন করেন ১৬ রান। তাদের লড়াইয়ে প্রোটিয়ারা মাত্র ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এবং প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ নিশ্চিত করে। এটি ছিল খাদের কিনারা থেকে ফিরে আসা এক অসাধারণ জয়।
আ. দৈ./ সাধ