তদন্তের স্বার্থে সচিবালয়ের প্রবেশ সীমিত করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন, সাংবাদিকদেরকে অস্থায়ী প্রবেশের কার্ড দেয়া হবে। এসময় তিনি জুলাই ঘোষণার সাথে সরকারের কোন সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন।
আজ রোববার ২৯ ডিসেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়াও বিদ্যমান এক্রিডিয়েশন কার্ড রিভিউ করা হবে।
প্রেস উইং বলেন, কোন সাংবাদিকের কোন এক্রিডিটিয়েশন কার্ড বাতিল করা হয়নি। আগামীকাল থেকে ২০০ সাংবাদিককে অস্থায়ী সচিবালয়ের প্রবেশের কার্ড দেয়া হবে। বিদ্যমান এক্রিডিটিয়েশন কার্ড রিভিউ করা হবে।
এসময় অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের আলামত প্রয়োজনে বিদেশে পাঠানো হতে পারে।
এছাড়া শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আ. দৈ/ আফরোজা