ড. মুহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত নয়, ম্যান্ডেট বিহীনও নয়- এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে, জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য জয়নাল আবেদীন শিশির।
গতকাল শনিবার কুমিল্লায় শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময় তিনি এ কথা বলন। কুমিল্লা রাইজিং শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নাগরিক কমিটির সদস্য হাফছা জাহান।
জয়নাল আবেদীন শিশির বলেন, শহীদের রক্তে অর্জিত ম্যান্ডেটের চেয়ে কাগজের ব্যালট বেশি মূল্যবান নয়, শহীদের পবিত্র রক্তই খাঁটি ম্যান্ডেট। জুলাই বিপ্লবে রাজপথে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ এবং পূর্ণ সমর্থনে রাজপথেই এ সরকার নির্বাচিত হয়ে গেছে, খুব ভালোভাবেই সরাসরি নির্বাচিত হয়েছে।
তিনি বলেন, আমরা এদেশের কাগজের ভুয়া ম্যান্ডেট পাওয়া নির্বাচন দেখেছি ১৯৭৩ সালে, হ্যাঁ না ভোট দেখেছি ১৯৭৮ সালে এবং হুসাইন মুহাম্মদ এরশাদের সেনা নিয়ন্ত্রণ নির্বাচনও দেখেছি এদেশে। ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটসহ তিনটি কাগজের ব্যালটের ম্যান্ডেট পাওয়া নির্বাচনও দেখতে হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও তাড়াতাড়ি নির্বাচন চাই, আমরা নির্বাচন বিরোধী নই, বরং আমরাই চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যম বিজয়ী হয়ে আমরাই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত।
মতবিনিময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, পাঁচ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে হবে। আমরা বিপ্লবেও আছি এবং নির্বাচনেও আছি। ঐক্যের বাংলাদেশ গড়াতে প্রয়োজনে তরুণরাই অগ্রসেনা।
তিন বলেন, নাগরিক কমিটির সাথে একত্রে কাজ করে কুমিল্লাকে শক্তিশালী করার আহবান জানায়। আগামী নির্বাচনে ভোট ও ব্যালটের মাধ্যমে আরেকটি বিপ্লব করবে তরুণ প্রজন্ম।
নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাদিয়া ফরজানা দিনা বলেন, বর্তমান সময়ে নারীরা পদে পদে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কর্মস্থল থেকে বিপ্লবী মিছিলে তাদের সরব অবস্থান জানান দিচ্ছে। এই বিপ্লবী জনগোষ্ঠীকেও রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, মোহাম্মদ টিটু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ হাসান, মুখপাত্র ইমপা ফারহা, চড়াকার জহিরুল হক দুলাল, জুলাই আন্দোলনে ফ্যাসিষ্ট কর্তৃক আহত সাংবাদিক এম. কে নুর আলমসহ অনেক নেতাকর্মী।
আ. দৈ/ আফরোজা