শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাসের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 29 December, 2024, 5:03 PM  (ভিজিট : 30)
 কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি । ছবি: অনলাইন।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি । ছবি: অনলাইন।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে একটি সমন্বিত চুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে এই অঞ্চলে চলমান সংঘাতের সমাপ্তি টানতে একটি স্পষ্ট এবং সমন্বিত চুক্তি তৈরির উপায় নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একইসঙ্গে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। কয়েক মাস ধরে গাজার যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা চলছিল। তবে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের এই আলোচনায় সরাসরি অংশগ্রহণকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কাতারের প্রধানমন্ত্রী গত মাসে দোহা ফোরামের এক সম্মেলনে জানিয়েছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে গতি এসেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি বাস্তবায়নে উৎসাহী ভূমিকা রেখেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে কাতার বেশ কিছুদিন ধরে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চালালেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। তবে চলতি মাসে কাতার হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করে।

কাতারের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।


আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাগরিকদের মাঝে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ১
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
আন্তর্জাতিক- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝