ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে একটি সমন্বিত চুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে এই অঞ্চলে চলমান সংঘাতের সমাপ্তি টানতে একটি স্পষ্ট এবং সমন্বিত চুক্তি তৈরির উপায় নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একইসঙ্গে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। কয়েক মাস ধরে গাজার যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা চলছিল। তবে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের এই আলোচনায় সরাসরি অংশগ্রহণকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী গত মাসে দোহা ফোরামের এক সম্মেলনে জানিয়েছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে গতি এসেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি বাস্তবায়নে উৎসাহী ভূমিকা রেখেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে কাতার বেশ কিছুদিন ধরে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চালালেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। তবে চলতি মাসে কাতার হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করে।
কাতারের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।
আ. দৈ./ সাধ