বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র - জনতার আন্দোলনকালে পুলিশের গুলিতে নিহত (শহীদ) পরিবারের পাশে দাঁড়াচ্ছেন দলীয় নেতা- কর্মীরা।
আন্দোলনকালে পুলিশের গুলিতে তিনটি পরিবারের খোঁজ নিতে আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) ছুটে যান আমিনুল হক। এরমধ্যে শহীদ মো. আনোয়ার, মো: মোমেন ও মো: ফারুকে পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। আমিনুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। তিনি ঢাকা- ১৬ আসনের প্রতিনিধিত্ব করেন।
আ. দৈ. /কাশেম /মাসুদ