নাটোর পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক মোঃ মাছুদুর রহমান।
উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে পৌরসভার নিরবচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকবৃন্দকে অংশগ্রহনমূলক ভূমিকা পালন করতে হবে। এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরী হবে, পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝঁুকি হ্রাস পাবে।
বাংলাদেশ রোভার রাজশাহী বিভাগের সহযোজিত সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনতায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী এবং নাটোর পৌরসভার নিবার্হী কর্মকর্তা মোঃ রবিউল হক।
এই অভিযানে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশা নিধনসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে হচ্ছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট এবং রোভার সদস্যবৃন্দ এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছে।
আ. দৈ. /কাশেম /মাসুদ