সিনেমা নিয়ে বেশ খুঁতখুঁতে হলেও ব্যক্তিগত জীবনে একটা সময় নাকি মদ্যপানেই ডুবে থাকতেন আমির খান। সে সময় তাঁর খেয়ালই থাকত না কোনো দিকে, এমনকি কতটুকু খাচ্ছেন, সেটিও মনে থাকত না, এককথায় পুরোদস্তুর নেশাগ্রস্ত হয়ে পড়তেন। এমন আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন আমির খান। জি মিউজিকের ইউটিউব চ্যানেলে অভিনেতা নানা পাটেকরের সঙ্গে কথোপকথনে উঠে আসে আমিরের জীবনের অনেক অজানা কথা।
আমির বলেছিলেন, জীবনে নাকি মধ্যপন্থা নিতেই পারেন না তিনি। যেটাই করেন, একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদ্যপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। নানা পাটেকরের সঙ্গে এক সাক্ষাৎকারে মদ্যপান নিয়ে খোলাখুলি কথা বলেন আমির।
আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন? নানা পাটেকরের এমন প্রশ্নের জবাবে আমির বলেছিলেন, হ্যাঁ আমি সময় মেনে চলি। কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই। পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি খুবই অলস। বেশ কিছু বদভ্যাসও রয়েছে। আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদ্যপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদ্যপান করতাম। সে সময় আমি সারা রাত মদ্যপান করতাম।
আমির আরও বলেন, সমস্যাটা হলো, আমি যে কাজ করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভালো অভ্যাস নয়। সেটা আমি বুঝে গেছি।
যদিও ছবি নির্মাণের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে আমিরের কোনো সমস্যা হয় না। এ প্রসঙ্গেও অভিনেতার ভাষ্য, আমি সিদ্ধান্ত নিয়েছি, বছরে একটাই ছবি করব। শুধু তা–ই নয়, একটা ছবি বানাতে গিয়েই নাকি তিন বছর কাটিয়ে দেবেন আমির খান।
শেষবার ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে দেখা গেছে আমিরকে। তাঁর সঙ্গে পর্দা ভাগ করেন কারিনা কাপুর খান। বর্তমানে ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আ.দৈ/এআর