গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ফারুক আহমেদ আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।
জানা গেছে, সার্টিফিকেট সংক্রান্ত নথিপত্রসহ তাকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন। একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে এ সাজা দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ডা. ফারুক আহমেদকে আদালত একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করলে দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে রাতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আ. দৈ/ আফরোজা