সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি। আগুনের ঘটনায় ৫টি বিষয়কে সামনে রেখে চলছে তদন্ত কার্যক্রম। অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার।
এরপর সেটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এদিকে আগুনের ঘটনায় ৫টি বিষয়কে সামনে রেখে চলছে তদন্ত কার্যক্রম। তদন্ত সংশ্লিষ্ট সূত্র মানবজমিনকে জানায়, রাজনৈতিক কারণে সৃষ্ট বড় নাশকতা কিনা, নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো সূত্রের সম্পৃক্ততা, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের প্রশাসন ক্যাডার নিয়ে চলমান বিবাদ, আর্থিক প্রতিষ্ঠান এফআইডিসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ফাইল ধ্বংস, শর্টসার্কিট, নিরাপত্তার দায়িত্বে থাকাদের দায়িত্বে অবহেলাসহ এসব বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে।
এ বিষয়ে সূত্র জানায়, বিরোধী রাজনৈতিক গোষ্ঠী সৃষ্ট এই অগ্নিকাণ্ডের মধ্যদিয়ে দেশে অস্থিরতা এবং অরাজকতা তৈরি করতে পারে। এরমধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করার বিষয়টি তাদের মূল মোটিভ হতে পারে। একইভাবে সম্প্রতি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীসহ তার পরিবারের বিরুদ্ধে শত কোটি টাকা লোপাটের বিষয় নিয়ে কাজ শুরু করেছে দুদকসহ বিভিন্ন সংস্থা। সেই তথ্য লোপাটের প্রয়াশ হতে পারে।
এছাড়া গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক আওয়ামীপন্থি সচিব এবং তাদের পদস্থ কর্মকর্তারা সচিবালয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এই নাশকতার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ঘটনার দিন রাতে সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে ভেতরে এবং বাইরে যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল এবং পিডব্লিউডি’র অধীনে থাকা কেয়ারটেকারসহ প্রত্যেক সদস্যকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো দুষ্কৃতিকারী গোষ্ঠী কর্তৃক বায়াসড হয়ে তারা এই নাশকতায় অংশ নিয়েছেন কিনা সেটা দেখা হচ্ছে। এমন বিষয়টি উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সম্প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের প্রশাসন ক্যাডার নিয়ে চলমান বিবাদের সুযোগ নিয়ে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন কিনা সেটাও তদন্তের আওতায় রয়েছে। প্রয়োজনে তাদেরকেও ডাকা হতে পারে। এ বিষয়ে মাঠপর্যায়ে ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার কাছে নাশকতার কোনো তথ্য ছিল কিনা সে বিষয়ে কাজ করছেন কমিটির সদস্যরা। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেটার ভিডিও ফুটেজও দেখা হচ্ছে।
অপর সূত্র জানায়, বর্তমানে সচিবালয়ের প্রতিটি দপ্তরের উপদেষ্টা থেকে শুরু করে সচিব এবং তাদের অধীন প্রশাসনিক কর্মকর্তাসহ প্রত্যেকের কক্ষে সিটিটিভি ভিডিও ক্যামেরা রয়েছে। যেটার মাধ্যমে দর্শনার্থী থেকে শুরু করে মন্ত্রণালয়ের দপ্তরের কে কখন প্রবেশ করেছে- বেরিয়েছে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এটা কর্মকর্তাদের মুঠোফোনের সঙ্গে যুক্ত থাকে। যেটা তারা চাইলে বাসায় বসেও তদারকি করতে পারেন। ৭ নম্বর ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অবস্থিত।
এগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয়ের আশপাশের সকল ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ পেয়েছে তদন্ত কমিটি। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাবে না বলে জানায় সূত্র।
এদিকে তদন্ত কমিটিতে সদস্য হিসেবে গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মন্ত্রিপরিষদ বিভাগের আট সদস্যের তদন্ত কমিটির সদস্যরাও প্রবেশ করেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল সাড়ে ১০টায় কমিটি তাদের সভার কাজ শুরু করে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার স্বার্থে আপাতত সচিবালয়ের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাকেও মূল প্রবেশপথের বাইরে গাড়ি রেখে সচিবালয়ে প্রবেশ করতে হচ্ছে। গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, কমিটির সব সদস্য উপস্থিত আছেন। কমিটি কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত আলোচনা শেষে মন্ত্রণালয়ের আগুনে পোড়া ফ্লোরগুলো পরিদর্শন করেছে।
পরিদর্শন শেষে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় যোগ দেন কমিটির সদস্যরা। এ ছাড়াও কী কারণে আগুন লেগেছে, তা যাচাইয়ে সিআইডি, র্যাব, পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করছে। তাদের সঙ্গে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলও রয়েছে বলে জানা গেছে। তদন্ত কমিটির পাশপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুসন্ধান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জে. (অব.) মুনিরুজ্জামান মানবজমিনকে বলেন, এটা বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি। নিশ্চিত কোনো কারণ কিংবা যতক্ষণ পর্যন্ত এটার তদন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটা বলা যাচ্ছে না এটা কীভাবে সংঘঠিত হয়েছে। এটার ভেতরে কোনো ধরনের যদি নাশকতার কারণ পাওয়া যায় তাহলে এখানে বড় ধরনের দুর্বলতা দেখা গেছে। এবং বড় ধরনের ব্যর্থতা আমি দেখি। বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতাও দেখা যাচ্ছে যদি সঠিক সময়ে খবর না পেয়ে থাকেন। তবে এসব কিছুই নির্ভর করে তদন্ত প্রতিবেদনের ওপর।
তিনি আরওবলেন, তদন্ত প্রতিবেদনে নাশকতা না পাওয়া পর্যন্ত নাশকতার অভিযোগ করার সুযোগ নেই। তদন্ত কমিটি বলেছে, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদন পেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এই নিরাপত্তা বিশ্লেষক।
আ. দৈ/ আফরোজা