ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশজুড়ে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। একই সঙ্গে তার শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শুক্রবারের সরকারি সব কর্মসূচি বাতিল করা হয়েছে। জাতীয় শোক পালনের অংশ হিসেবে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকের এই সময়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বিনোদনমূলক কার্যক্রমও নিষিদ্ধ থাকবে।
এছাড়া, কংগ্রেস দল মনমোহন সিংয়ের স্মরণে তাদের প্রতিষ্ঠা দিবসসহ আগামী সাত দিনের সব কর্মসূচি বাতিল করেছে। শোক প্রকাশের অংশ হিসেবে কংগ্রেসের দলীয় পতাকাও অর্ধনমিত রাখা হবে।
গতকাল বৃহস্পতিবার নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এদিন বাসায় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত এআইআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।
আ. দৈ./ সাধ