দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুক অভিশংসনের হুমকির মুখে রয়েছেন। বিরোধী দল তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব সংসদে উত্থাপন করতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে সংসদে ভোটাভুটি হতে পারে।
এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়ায় বিদ্যমান সাংবিধানিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন জারি করেছিলেন, যা দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। বিক্ষোভের মুখে সামরিক আইন বাতিল করতে বাধ্য হন তিনি। তবে এর জেরে ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ তাকে অভিশংসিত করে। বর্তমানে তার অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক আদালতে বিচারাধীন রয়েছে।
বিরোধী ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে, যদি দ্রুত সাংবিধানিক আদালতে প্রয়োজনীয় তিন বিচারক নিয়োগ দেওয়া না হয়, তাহলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুকের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হবে।
বৃহস্পতিবার সংসদে তিন বিচারকের নিয়োগ অনুমোদিত হলেও এখনও পর্যন্ত হ্যান ডাক সুক তাদের নিয়োগ কার্যকর করেননি।
ডেমোক্রেটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যানডে বলেছেন, "ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সংবিধান রক্ষার যোগ্যতা বা ইচ্ছা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন।"
এ অবস্থায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র: বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, রয়টার্স।
আ. দৈ./ সাধ