ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের কাছে নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ জানান এক যুবক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।
বুধবার ( ২৫ ডিসেম্বর ) ঘটিত এই ঘটনায় পুলিশ জানায়, আহত যুবকের নাম জিতেন্দ্র, যিনি উত্তরপ্রদেশের বাঘপাট এলাকার বাসিন্দা। রেলওয়ে ভবনের পাশে একটি পার্কে পেট্রোল ঢেলে নিজের শরীরে আগুন দেন তিনি এবং পরে সংসদ ভবনের দিকে দৌড়ান।
জিতেন্দ্রর পরিবার একটি পারিবারিক বিরোধে জড়িয়ে পড়ে, যা দুই পক্ষের সদস্যদের কারাগারে পাঠানোর মতো পর্যায়ে গড়ায়। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার সকালে ট্রেনে করে দিল্লি পৌঁছে জিতেন্দ্র রেলওয়ে ভবনের কাছে গিয়ে নিজের শরীরে আগুন ধরান। ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে যায়।
শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় জিতেন্দ্রকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আংশিকভাবে পোড়ানো দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করেছে পুলিশ। নোটে তার হতাশার কারণ উল্লেখ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভারতে সংসদ অধিবেশন স্থগিত রয়েছে। গত ২০ ডিসেম্বর সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আ. দৈ./ সাধ