পৃথিবীজুড়ে বিভাজন ও সংঘাতের অবসান ঘটিয়ে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষের সামনে দেওয়া ভাষণে তিনি বলেন, এখনই সময় বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার।
গাজা পরিস্থিতি নিয়ে পোপের উদ্বেগ
গাজায় চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস ইসরায়েলি হামলা বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "যুদ্ধের ভয়াবহতা, মেশিনগানের গুলিতে নিহত শিশুরা, স্কুল-হাসপাতালে বোমা হামলার বিষয়গুলো আমাদের ভাবিয়ে তোলে।"
ইসরায়েলের সামরিক অভিযানকে 'অত্যন্ত গুরুতর' উল্লেখ করে তিনি সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসায় তাণ্ডবের জবাবে হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জনের প্রাণহানি ঘটে। এরপর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এসব হামলায় শহরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে আহ্বান
পোপ ফ্রান্সিস বড়দিনের ভাষণে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার দরজা খোলার আহ্বান জানান। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্রের শব্দ থেমে যাক এবং শান্তির আলোচনায় সাহসিকতার পরিচয় দেওয়া হোক।"
বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল নিয়ে উদ্বেগ
পোপ লেবানন, মালি, মোজাম্বিক, হাইতি, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার মতো অঞ্চলগুলোর রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে আহ্বান জানান।
তাছাড়া, ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসের বিভাজন অবসানে তিনি পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
আ. দৈ./ সাধ