মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার দেশটির ক্ষমতাসীন ফ্রিলিমো পার্টিকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করার পর থেকেই দেশজুড়ে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, আফ্রিকার এই দেশটিতে নির্বাচনী ফলাফল ঘিরে সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ক্ষমতাসীন দল। গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে প্রাণ হারানো ২১ জনের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা।
গত ৯ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হিসেবে ঘোষণা করা হয় ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় থাকা ফ্রিলিমো পার্টিকে। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে বিরোধীরা ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে দেশটির সর্বোচ্চ আদালতও ফ্রিলিমো পার্টির জয় বহাল রাখে। সোমবার আদালতের এই ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা এক সংবাদ সম্মেলনে জানান, দেশজুড়ে এখন পর্যন্ত ২৩৬টি গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩ জন পুলিশ সদস্যসহ মোট ২৫ জন আহত হয়েছেন। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সশস্ত্র একটি দল পুলিশ স্টেশন, কারাগার এবং সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। পুলিশ এ পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করেছে।
বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেন নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন। বিরোধীদের পাশাপাশি সুশীল সমাজ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই সহিংসতার জন্য নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগকে দায়ী করছেন।
আ. দৈ./ সাধ