ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির একটি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
জানা গেছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের জেনারেল হাসপাতালে একটি সংবাদ সম্মেলন চলাকালে এ হামলা ঘটে। হাসপাতালটি পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সে সময় উপস্থিত সাংবাদিক, মেডিকেল কর্মী এবং পুলিশের ওপর বন্দুকধারীরা হামলা চালায়।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে আহত ও মৃত ব্যক্তিরা পড়ে আছেন। দীর্ঘদিন ধরে গ্যাংদের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলটি সম্প্রতি সরকার পুনরুদ্ধার করলেও সহিংসতা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, তখনই গোলাগুলি শুরু হয়। গ্যাং সদস্যদের এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার এক ভিডিও বার্তায় বলেন, "ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। হাইতির জাতীয় পুলিশ এবং সাংবাদিক সমিতির প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যার পর থেকে হাইতিতে গ্যাং সহিংসতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮৫ শতাংশ এখনও গ্যাংদের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরও পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হয়নি।
আ. দৈ./ সাধ