প্রতিবেশী আফগানিস্তানের অভ্যন্তরে তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) একাধিক সন্দেহভাজন আস্তানাকে লক্ষ্য করে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিরল বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। চারজন নিরাপত্তা কর্মকর্তা জানান, টিটিপির একটি প্রশিক্ষণ কেন্দ্র ভেঙে ফেলা এবং তাদের কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।
কর্মকর্তারা জানান, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হয়েছে। তারা নাম প্রকাশ না করার শর্তে এসব কথা জানান, কারণ তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই। যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের বেশি অভ্যন্তরে গিয়েছিল কিনা এবং কীভাবে এ হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাননি। মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানায় এ পর্যন্ত দ্বিতীয়বার হামলা চালানো হলো। প্রথমবার পাকিস্তান জানিয়েছিল, আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হামলা চালিয়েছে।
পাকিস্তানের বিমান হামলার নিন্দা করে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বোমা হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, নিহতদের বেশিরভাগই ওয়াজিরিস্তান অঞ্চলের উদ্বাস্তু।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত এ হামলাকে সমস্ত আন্তর্জাতিক নীতির বিপরীতে নৃশংস কর্মকাণ্ড বলে মনে করে এবং এর তীব্র নিন্দা করে।
আ. দৈ/ আফরোজা