রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় বাগেরহাটে একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 25 December, 2024, 12:56 PM  (ভিজিট : 38)
 র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফান। ছবি : র‍্যাবের সৌজন্যে

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফান। ছবি : র‍্যাবের সৌজন্যে

চাঁদপুরের হাইমচরে মাঝিরচর এলাকায় মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) র‍্যাব-১১ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।

র‍্যাব-১১ কুমিল্লার সিপিসি-২ কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে মেজর সাকিব হোসেন এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয়। 

এর আগে, চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জাহাজ মালিকের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে হাইমচর থানায় এ মামলা করেন। মাহবুব মোরশেদের বাড়ি ঢাকার দোহার এলাকায়।

মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। এ ছাড়া জাহাজে সাত খুনের ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন থেকে পৃথক চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

মামলার এজাহারে জাহাজে হামলায় সাতজন নিহত ও আহতদের নাম উল্লেখ করা হয়। নিহতরা হলেন—গোলাম কিবরিয়া, মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। আহত ব্যক্তি হলেন—সুকানী মো. জুয়েল (২৮)। তিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে।

এজাহারে বলা হয়, আহত জুয়েল গলায় কাটা রক্তাক্ত জখমপ্রাপ্ত হওয়ায় কথা বলতে পারেন না। তাই তিনি ডাকাত দলের বিস্তারিত বিবরণ দিতে পারেনি। তিনি সুস্থ হলে ডাকাত দলকে দেখলে চিনবেন বলে ইশারায় জানান। তবে জাহাজে তারা ৯ জন ছিল বলে কাগজে লিখে জানান। অপর ব্যক্তির নাম ইরফান। তবে তার ঠিকানা দিতে পারেনি জুয়েল।

ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনকালে একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সীল, একটি হেডফোন, এক মুঠো ভাত ও এক টেবিল চা চামচ, তরকারি জব্দ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এমভি আল বাখেরা পণ্যবাহী জাহাজে পরিকল্পিত হত্যাকাণ্ডের নৈপথ্যে কী আছে, সে রহস্য উদঘাটনে তদন্ত টিম কাজ করছে। এ ছাড়া আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার আওতায় চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে সাতজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।

আ. দৈ/ আফরোজা 

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
আমরা আর বেশি দিন নেই: এম সাখাওয়াত
- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝