ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে প্রাতিদিন রাস্তা ঘাটে ধুলা-বালি নিরসনে ডিসেম্বরের শুরু থেকে পানি ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিদিন সকাল ৬ টা থেকে সকাল ১০ টা এবং বিকাল ৩ টা সন্ধা ৬ টা পর্যন্ত গাড়ির মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পানি ছিটানোর কার্যক্রম চলমান রয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগের তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন । তিনি আরো জানান, আব্দুলগনি রোড (সচিবালয় রাস্তা) কলেজ রোড, নগর ভবনের সামনে রাস্তা, কাকাইল মসজিদ হইতে হাইকোর্ট মোড় পর্যন্ত, হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড পর্যন্ত (রাস্তার উভায় পাশে),হোটেল ইন্টার কন্টিনেন্টাল হতে বাংলামটর পর্যন্ত,দোয়েল চত্বর হতে শহীদ মিনার পর্যন্ত, ভিসি বাসভবন হতে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত, ঢাকা কলেজ সম্মুখ রাস্তা, জিগাতলা, সাইন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে নিউ মডেল ডিগ্রী কলেজ পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
কমলাপুর স্টেডিয়াম হতে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত, নটরডেম কলেজ হতে ইত্তেফাক মোড় পর্যন্ত, শাহজাহানপুর মোড় হইতে ফকিরা পুল হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। মতিঝিল শাপলা চত্বর হতে পল্টন মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে বঙ্গভবনে পর্যন্ত, মালিবাগ মোড় হয়ে শান্তিনগর হয়ে বিজয় নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
ফুলবাড়িয়া হয়ে নর্থ সাউথ রোড ও তাঁতি বাজার এবং বাবুবাজার ব্রিজ হয়ে কোর্ট কাচারী সহ বাহাদুর সাহা পার্ক পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। কমলাপুর স্টেডিয়াম হতে গোলাপবাগ, ধলপুর, সায়দাবাদ জনপথ মোড়, যাত্রাবাড়ী, জুরাইন হয়ে পোস্ত খোলা মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
আ. দৈ. / কাশেম