রাশিয়ার কাজান শহরে চালানো ড্রোন হামলার জন্য ইউক্রেনকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত শহরটির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এই হামলা ঘটে। পুতিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইউক্রেনকে আরও ভয়াবহ ধ্বংসের সম্মুখীন হওয়ার সতর্কবার্তা দিয়েছেন।
গত শনিবার (২৩ ডিসেম্বর) কাজানে এই ড্রোন হামলা হয়। রাশিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো একটি উঁচু কাঁচের ভবনে আঘাত হানার পর আগুনের গোলা তৈরি হয়। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, ‘যারা আমাদের ধ্বংস করার চেষ্টা করছে, তাদের নিজেদেরই বহুগুণ বেশি ধ্বংস হতে হবে। তারা যা করছে, তার জন্য শীঘ্রই অনুতপ্ত হবে।’
এটি ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলাগুলোর মধ্যে অন্যতম বড় হামলা। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাত তিন বছরের অধিক সময় ধরে চলমান, এবং এই সময়ে বিমান হামলার মাত্রা বেড়ে গেছে। যদিও কাজানের এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।
পুতিনের এমন হুঁশিয়ারি নতুন নয়। এর আগে ইউক্রেনীয় হামলার জবাবে কিয়েভের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন তিনি।
আ. দৈ./ সাধ