সান্তিয়াগো বের্নাবেউয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রোববার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে তারা সেভিয়াকে ৪-২ গোলে পরাজিত করে। রিয়ালের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কিলিয়ান এমবাপে, ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো এবং ব্রাহিম দিয়াস।
প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ দাপুটে শুরু করে। এমবাপে ও ভালভের্দে চোখজুড়ানো গোল করে দলকে এগিয়ে দেন। এরপর রদ্রিগো দলের তৃতীয় গোলটি করেন, যা ৩৪ মিনিটের মধ্যেই রিয়ালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। সেভিয়ার হয়ে ইসাক রোমেরো এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াস রিয়ালের চতুর্থ গোলটি করেন। ম্যাচের শেষ দিকে সেভিয়ার দোদি লুকবাকিও আরেকটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না।
এই ম্যাচে সেভিয়ার অভিজ্ঞ খেলোয়াড় হেসুস নাভাস পেশাদার ফুটবল থেকে অবসর নেন। ৩৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড তার ক্যারিয়ারের রেকর্ড ৭০৫টি ম্যাচ খেলেছেন সেভিয়ার হয়ে। ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা তাকে ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান।
পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের আক্রমণ ছিল আধিপত্যপূর্ণ। ১৬টি শটের মধ্যে ৮টি লক্ষ্যে রাখে তারা, যেখানে সেভিয়া ১০ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে। রিয়ালের তারকা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র এই ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলতে না পারলেও তার অভাব বুঝতে দেয়নি দল।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ, ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। অন্যদিকে, ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা।
আ. দৈ./ সাধ