ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, বিভিন্ন দেশে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন সরকার স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা আরোপ বা নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করাকেই তাদের মূল কৌশল হিসেবে গ্রহণ করেছে।
গতকাল রোববার তেহরানে একটি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
খামেনি বলেন, মার্কিন ষড়যন্ত্রের ফলে সিরিয়ায় দাঙ্গা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন মার্কিন প্রশাসন, ইসরাইলি শাসকগোষ্ঠী এবং তাদের সহযোগীরা নিজেদের বিজয়ের ভ্রান্ত অহংকারে বিভোর হয়ে পড়েছে। তিনি আরও বলেন, তারা শয়তানের সহযোগীদের মতোই অতিরঞ্জিত কল্পনার শিকার।
ইসরাইলি ষড়যন্ত্র সম্পর্কে খামেনি বলেন, হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার পরিকল্পনাও ইসরাইল সফল করতে পারেনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আল্লাহর সহায়তায় এই অঞ্চলের আত্মসম্মানবোধসম্পন্ন জাতিগুলো অভিশপ্ত ইসরাইলি শাসনব্যবস্থাকে পরাজিত করবে এবং ভবিষ্যতে এ অঞ্চল আরও উন্নত হবে।
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে লোহিত সাগরের শিপিং লেনগুলোতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরানকে দায়ী করেছে। এ প্রেক্ষাপটে ইরানের প্রক্সি বাহিনী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন খামেনি।
তিনি বলেন, "ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন যুদ্ধ করছে তাদের বিশ্বাসের কারণে। হিজবুল্লাহ লড়াই করছে কারণ তাদের বিশ্বাস তাদের এই যুদ্ধে নিয়ে এসেছে। হামাস জিহাদ করছে তাদের আদর্শ থেকে উৎসাহিত হয়ে। তারা কেউ ইরানের প্রক্সি হিসেবে কাজ করছে না।"
তিনি আরও বলেন, "আমেরিকানরা বারবার বলছে যে ইসলামিক প্রজাতন্ত্র তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি তাদের আরেকটি ভুল ধারণা। যদি আমরা কোনো পদক্ষেপ নিতে চাই, প্রক্সি বাহিনীর আমাদের প্রয়োজন নেই।"
আ. দৈ./ সাধ