বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধ করায় গতকাল রোববার প্রায় অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। আন্দোলনকারীরা সড়কের মাঝে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। অনেকে রাস্তায় শুয়ে পড়েন। এ অবস্থায় তীব্র যানজট তৈরি হয়। পাঁচ মিনিটের সড়ক পার হতে নগরবাসীর ঘণ্টারও বেশি সময় লেগে যায়।
গতকাল দুপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের কিছু সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে বনানীর কাকলীতে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
উল্টো ৩০০ ফুটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রির পাঁয়তারা করছে ট্রাস্টি বোর্ড। পাশাপাশি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সড়কে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এর ফলে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বিমানবন্দর সড়ক ও বনানীর অন্য সড়কে যানজট ছড়িয়ে পড়ে। গুলশান এলাকায়ও যান চলাচল স্থবির হয়ে যায়। সন্ধ্যার আগে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থা নেয় ইনকিলাব মঞ্চ। এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। কাকরাইল মসজিদ মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে সেখানে অবস্থান নেন তারা। এ সময় ত্রিমুখী সড়কের সব দিকেই যানজট তৈরি হয়।
এ ছাড়া বেতন বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাভারে ঠিকানা পরিবহনের বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা। সেই অবরোধের ঢেউ রাজধানীতেও লাগে। দিনভর ঢাকা হয়ে ওঠে যানজটের নগরী।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান সমকালকে বলেন, ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ তিন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। দীর্ঘক্ষণ কাকরাইল, শাহবাগ ও বনানী এলাকার সড়ক বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে। বনানীর শিক্ষার্থীরা বিকেলে সড়ক থেকে সরে যাওয়ায় ওই এলাকায় গাড়ি চলাচল শুরু হয়। শাহবাগ ও কাকরাইলের সড়ক সন্ধ্যা পর্যন্ত অবরোধ ছিল। সন্ধ্যার পর আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে ট্রাফিক পুলিশ।
আ. দৈ/ আফরোজা