‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির পর থেকেই সমস্যা যেন পিছু ছাড়ছেই না দক্ষিণী তারকা আল্লু অর্জুনের। গতকাল রোববার হায়দ্রাবাদের জুবিলি হিলসের বাংলোয় ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী। সন্ধ্যা থিয়েটারে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চাইতে এ হামলা চালিয়েছে তারা। এ ঘটনার পর আল্লু অর্জুনের ছেলে–মেয়ে আল্লু অয়ান ও আল্লু অরহাকে তাদের দাদার বাসায় পাঠানো হয়েছে। সন্তানদের সুরক্ষার কারণে তাদের নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লু অর্জুন।
আল্লু অর্জুনের হায়দ্রাবাদের বাসায় হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। তাদের ভাষ্য, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ অ্যাকশন কমিটির (জেএসি) আট সদস্য জোরপূর্বক আল্লু অর্জুনের বাসায় ঢুকে সম্পত্তি নষ্ট করেছে। পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করে জুবিলি হিলস থানায় রেখেছে।
এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাংলোর ভেতর ঢুকে তার সম্পত্তি নষ্ট করেছে। বাড়ির ভেতরের ফুলের টব ভাঙচুর করেছে। এই দক্ষিণি তারকার বাসা লক্ষ্য করে আক্রমণকারীরা টমেটো ছুঁড়েছে। আল্লু অর্জুনের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিয়েছে। এই প্যান ইন্ডিয়ান তারকার বাংলোর নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ জানিয়েছে, আল্লু সেই সময় বাসায় ছিলেন না।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি আল্লু অর্জুনের বাসায় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাসার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এই দক্ষিণি তারকার বাসার কিছু সম্পত্তি তারা নষ্ট করেছে। আল্লুর বাসা লক্ষ্য করে তারা টমেটো ছুড়েছে বলে অভিযোগ।
হামলাকারীদের দাবি ছিল, সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতীর মৃত্যুর জন্য আল্লু অর্জুনকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
৪ ডিসেম্বর আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন ৩৫ বছরের রেবতী। তার সঙ্গে ছিলেন স্বামী ভাস্কর ও ১৩ বছরের ছেলে শ্রীতেজ। এদিন রাতে শো চলাকালে আল্লু অর্জুন হঠাৎই সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। আর তখন এই দক্ষিণি তারকাকে দেখার জন্য দর্শকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহের মধ্যে একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিল। আর তখন ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে রেবতীর মৃত্যু হয়। তার ছেলে শ্রীতেজ গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন। আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের অনুমতি না নিয়ে হঠাৎই থিয়েটারে গিয়েছিলেন। এ কারণে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে গাড়ির মধ্যে আল্লুর দুই সন্তান অরহা ও অয়ানকে। মেয়ে অরহার চোখে–মুখে বিরক্তির ছাপ দেখা গেছে। জানা গেছে, তারা তাদের দাদা আল্লু অরবিন্দের বাসায় গিয়েছে। আল্লু অর্জুন এখন পর্যন্ত তার বাসায় হামলা ও বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি।
গতকাল রোববার রাতে আল্লু অরবিন্দ তার ছেলের বাসায় হামলা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আল্লু অরবিন্দ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। খ্যাতনামা এই চিত্রনির্মাতা সংবাদমাধ্যমকে বলেছেন, আজ আমাদের বাড়িতে যা কিছু ঘটেছে, তা সবাই দেখেছেন। এখন সময় এসেছে আমাদের এর হিসাব অনুযায়ী কাজ করার। এখন কোনো বিষয়ের ওপর প্রতিক্রিয়া জানানোর জন্য সঠিক সময় নয়।
আ.দৈ/ সাম্য