রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
জাতীয়
শাহরিয়ার, সাঈদ খোকনসহ ৩৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 23 December, 2024, 5:16 PM  (ভিজিট : 45)

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ৩৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া আজ সোমবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।


এর মধ্যে শাহরিয়ারসহ ৪ জন
শাহরিয়ার আলম, তাঁর স্ত্রী সিলভিয়া পারভীন, ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

আবেদনে বলা হয়, শাহরিয়ার আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, বদলি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, শাহরিয়ার আলমসহ অন্যরা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন।

নিষেধাজ্ঞার আবেদনের পক্ষে শুনানি করেন মীর আহমেদ আলী সালাম। পরে আদালত শাহরিয়ার আলমসহ অন্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।


সাঈদ খোকনসহ ৪ জন
সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান।

আবেদনে বলা হয়, সাঈদ খোকন, শাহানা হানিফ ও জাবেদ আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পরে আদালত সাঈদ খোকনসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।


লাকীসহ ২৪ জন
শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম।

আবেদনে বলা হয়, শিল্পকলা একাডেমির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ ২৩ জনকে নিয়োগ দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলার এসব আসামি দেশত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

শুনানি নিয়ে আদালত লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

নিষেধাজ্ঞা দেয়া অপর ২৩ জন হলেন জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আল মামুন, হামিদুর রহমান, সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, বুনা লায়লা মাহমুদ, সামিরা আহমেদ, রহিমা খাতুন, মাহাবুবুর রহমান, মীন আরা পারভীন, প্রিয়াংকা সাহা, নারায়ণ দেব লিটন, মোহাম্মদ জিয়াউল আবেদীন, লায়লা ইয়াসমিন, মিফতাহুল বিনতে মাসুক, আলকা দাশ প্রাপ্তি, সুমাইতাহ তাবাসসুম খানম, রোকসানা আক্তার রূপসা, আবদুল্লাহেল রাফি তালুকদার, সোহানুর রহমান, আবিদা রহমান, মোহনা দাস ও রুবেল মিয়া।


সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

আবেদনে বলা হয়, ২ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি দেশত্যাগ করতে পারেন। আদালত শুনানি নিয়ে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।


হোটেল রিজেন্সির দুই পরিচালকসহ ৪ জন
হোটেল রিজেন্সির পরিচালক কবির রেজা, তাঁর স্ত্রী রোকেয়া খাতুন, পরিচালক আরিফ মোতাহার ও তাঁর স্ত্রী নাজমা আরিফের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এই চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মেফতাহুল জান্নাত।


আ.দৈ/এআর  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝