বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫,
১৬ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
আন্তর্জাতিক
ভারতে অবৈধ বাংলাদেশি শনাক্তে জোরালো অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 23 December, 2024, 4:36 PM  (ভিজিট : 149)
ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের শনাক্তে তৎপরতা শুরু করেছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: দ্য প্রিন্ট।

ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের শনাক্তে তৎপরতা শুরু করেছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: দ্য প্রিন্ট।

ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্তে দেশব্যাপী তৎপরতা শুরু হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, আসামসহ একাধিক রাজ্যে চলছে এই অভিযান। পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের আটক করার পর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মহারাষ্ট্রে অভিযান ও গ্রেপ্তার:

মহারাষ্ট্র পুলিশের তথ্যমতে, গত দুই দিনে অভিযান চালিয়ে থানে এলাকা থেকে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে। কেউ ভাঙারি ব্যবসা, কেউ শ্রমিক আবার কেউ রাজমিস্ত্রি ও কলমিস্ত্রির কাজ করতেন। তারা ভারতে থাকার জন্য কোনো বৈধ নথি দেখাতে পারেননি।

ত্রিপুরায় গ্রেপ্তার:

ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

কেরালায় সতর্কতা:

কেরালায় কাজের লোভ দেখিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে প্রবেশ করানোর অভিযোগ নতুন নয়। তবে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেপ্তারের পর এই রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও সোমবার কেরালায় কোনো গ্রেপ্তার হয়নি।

আসামের অভিযান:

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সোমবার ছয় অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আসামে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই সহ্য করা হবে না।"

পশ্চিমবঙ্গের ঘটনা:

পশ্চিমবঙ্গের দুই বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম তুলেছিল আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য। তাদের একজন, মোহাম্মদ শাদ রাডি, আধার কার্ড থেকে পাসপোর্ট পর্যন্ত জাল নথি তৈরি করেছিল।

সীমান্ত নজরদারি:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশ সীমান্তে প্রায় ১,৮৮৫ কিলোমিটার এলাকা নিয়ে বিএসএফ নজরদারি বাড়িয়েছে। গত জুলাই-আগস্টে সীমান্তে তৎপরতা আরও জোরদার হয়। বিএসএফের মতে, আগস্ট থেকে এ পর্যন্ত ১৭০ জনের বেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে এবং তাদের অধিকাংশকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতজুড়ে অবৈধ বাংলাদেশি শনাক্ত ও সীমান্ত নিরাপত্তা জোরদারের এই পদক্ষেপ মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সীমান্ত নিরাপত্তা পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ পদত্যাগ
ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা
কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেপ্তার
রাজউকের সহযোগিতায় ১৫০০ একর জলাধার উদ্ধারের অভিযানে ডিএনসিসি
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
হুদা কমিশনের বিরুদ্ধে সাড়ে ৭ কোটি টাকা লোপাটের অভিযোগ, অনুসন্ধানে দুদক
বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝