মার্কিন পণ্যবাহী জাহাজ থেকে পানামা খাল পাড়ি দেওয়ার সময় ফি আদায়কে অন্যায্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি খালটির নিয়ন্ত্রণ আবারও যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে অনলাইন জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
গতকাল শনিবার পানামা খাল পাড়ি দেওয়ার সময় মার্কিন জাহাজ থেকে ফি আদায়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি খালটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের হুমকি দেন এবং এর মাধ্যমে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে পণ্য পরিবহনের জন্য পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের ক্রমবর্ধমান প্রভাব মার্কিন স্বার্থের জন্য বিপজ্জনক।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প খালের ফি আদায়কে ‘অন্যায্য’ ও ‘অবিচারমূলক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের নৌবহর ও বাণিজ্যিক জাহাজের প্রতি অবিচার করা হয়েছে। এটি বন্ধ করতে হবে।"
প্রসঙ্গত, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ সম্পন্ন করে। তবে ১৯৭৭ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জিমি কার্টার এক চুক্তির মাধ্যমে খালটি পানামার কাছে ফিরিয়ে দেন। পরবর্তীতে ১৯৯৯ সালে পানামা খালের পূর্ণ নিয়ন্ত্রণ পানামা সরকারের হাতে হস্তান্তরিত হয়।
চীনের প্রভাবের বিষয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, "পানামা খালের নিয়ন্ত্রণ শুধু পানামার হাতেই থাকবে, চীন বা অন্য কোনো দেশের হাতে নয়।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি খালে ‘নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য কার্যক্রম’ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
আ. দৈ./ সাধ