পটুয়াখালীতে জেলা মাদ্রাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজিত শিক্ষক সমাবেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলার সভাপতি মাও: মুহা: ফারুক আজম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহা: আব্দুদ্ দাইয়্যান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি হাফিজ মুফতি ফারুক আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ নাজমুল হাসান, বাংলাদেশ আদর্শ ফেডারেল বরিশাল এর অঞ্চল সমন্বয়ক অধ্যাপক মাওঃ মোঃ হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেল পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এ. বি. এম সাইফুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ - সেক্রেটারি হাফিজ মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ. / কাশেম/ নাজিম