জার্মানির ম্যাগডেবুর্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে চালানো হামলায় চার নারী এবং নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জনাকীর্ণ ওই মার্কেটে একটি কালো বিএমডব্লিউ গাড়ি চালিয়ে হামলা করেন সন্দেহভাজন ব্যক্তি। ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে তালেব আল আবদুলমোহসেন নামের ৫০ বছর বয়সী একজন সৌদি নাগরিককে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে একজন চিকিৎসক হিসেবে বসবাস করছিলেন। শনিবার তাকে স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালত পাঁচজনকে হত্যা এবং একাধিক হত্যাচেষ্টার অভিযোগে তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী, যাদের বয়স ৪৫, ৫২, ৬৭ এবং ৭৫ বছর। এছাড়া, ৯ বছর বয়সী একটি শিশুও প্রাণ হারিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ছবি বা ভিডিও সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে।
হামলার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং ম্যাগডেবুর্গের সেন্ট জন চার্চে এক স্মরণসভায় অংশ নেন।
পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তবে এ ধরনের হামলাকে নৃশংস ও ভয়াবহ অপরাধ হিসেবে অভিহিত করেছেন চ্যান্সেলর শলৎজ।
আ. দৈ./ সাধ