আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ১৬ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার শেষ রাতে এই হামলার ঘটনা ঘটে। এতে আরও ৮ জন সেনা আহত হয়েছেন। এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা। এতে বলা হয়, সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে- ভোর হওয়ার আগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা ওয়াজিরিস্তানের একটি সেনা চৌকিতে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী।
এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। সম্প্রতি পাকিস্তানি সেনাদের ওপর এমন হামলা জনমনে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। সামরিক বাহিনী বলছে এ সংঘাতে আটজন হামলাকারীও নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে,ওই অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে এবং এই ঘৃণ্য কাজ যারা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, জঙ্গিরা আটজন সেনাকে আহত করেছে যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এই কর্মকর্তা নাম প্রকাশ না করেই কথাগুলি বলেন। একটি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এই প্রাণঘাতী অভিযানের দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
তারা বলছে যে, নিকটবর্তী টাংক জেলায় এ সপ্তাহে আরও আগের দিকে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে এক সংঘাতে তাদের একজন সিনিয়র কমান্ডার নিহতের জবাবে তারা এই হামলা চালিয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পাকিস্তান বলেছে, পাকিস্তানি তালিবান নামেও পরিচিতি টিটিপি আফগানিস্তানের অভয় আশ্রয়ে থেকে সন্ত্রাসী হামলাগুলি চালাচ্ছে।
আ. দৈ./ সাধ