ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নাম এক শিশুকে নির্যাতন করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি সিফাত মোল্যাসহ (২৪) দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান, র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিফাত ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার আরেক আসামি মৃগী গ্রামের সজল শেখ (১৯)।
র্যা বের এ কর্মকর্তা জানান, শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যা ব-১ এর সহযোগিতায় সফিপুর থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এর আগে ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে নিয়ে শিশু জিহাদকে নির্যাতন করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা চালায় কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে মাটি খোঁড়ার দৃশ্যসহ নির্যাতনের চিত্র ফুটে ওঠে। এরপর শিশুটির বাবা ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও শিশু নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন।
আ. দৈ/ আফরোজা