শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
রাজনীতি
২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে: জামায়াতের নায়েবে আমির
কুমিল্লা প্রতিনিধি
Publish: Saturday, 21 December, 2024, 7:06 PM  (ভিজিট : 52)
 জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে, এ সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। দীর্ঘ প্রায় ১৯ বছর পর উপজেলা জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রামে এভাবে প্রকাশ্যে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন। এ দেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ ভোট দিতে চায়।

শেখ হাসিনা আর কোনো দিন দেশে আসতে পারবেন না উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইতিহাস বলে ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর কোনো দিন এ বাংলার মাটিতে ফিরে আসবেন না। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এলে কারও ওপর জুলুম করব না। থাকবে না কোনো অন্যায়-অত্যাচার। এ দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব।

কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা আছে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। কিন্তু আমি বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাঁদের অধিকার পাবেন। আমার স্ত্রীও একজন চাকরিজীবী, আমার তিন মেয়ে চাকরি করে। আমরা ক্ষমতায় গেলে এ দেশের নারীরা চাকরি করতে পারবেন, তাঁদের কোনো সমস্যা হবে না; বরং এ দেশের নারীরা আরও নিরাপত্তার মধ্যে থাকবেন।

যুব সমাজের উদ্দেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, যুবকেরাই হলো আমাদের শক্তি। কিন্তু এ দেশে মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রশাসনকে বলব, মাদকের সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আমরা চাই যুবকেরা বেকার থাকবে না। তোমরা বিভিন্ন চাকরি অথবা উদ্যোক্তা হও, আমি তোমাদের পাশে এসে সব ধরনের সহযোগিতা করব। সব সময় তোমাদের পাশে থাকবো।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধভাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। যেসব বিচারপতি অবৈধ রায় দিয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন, আজ তাঁদের করুণ পরিণতি হচ্ছে। ফ্যাসিবাদেরা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী নেত্রী আর কোনো দিন এ দেশের মাটিতে ফিরে আসবেন না।

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহাজাহান প্রমুখ।


আ.দৈ/এআর  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাগরিকদের মাঝে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ১
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
রাজনীতি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝