ভারতে বাংলাদেশি অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের সন্তানদের চিহ্নিত করতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি। একই সঙ্গে এমন শিক্ষার্থীদেরকে জন্মসনদ ইস্যু না করতে বলা হয়েছে।
মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি (এমসিডি) সব ক্ষেত্রকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
নির্দেশনায় বলা হয়, গত ১২ ডিসেম্বর মুখ্যসচিব (হোম), জিএনসিটিডি’র সভাপতিত্বে এক ভার্চুয়াল মিটিংয়ে এই নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে এমসিডি কমিশনারের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনার। ভিসি’দের মিটিংয়ের সময়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান, এমসিডির জোনাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট এই পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন।
এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাস বলেন, মিউনিসিপ্যাল স্কুলগুলোতে ভর্তি নেয়ার সময় বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বিভাগ।
এই স্কুলগুলোতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের শনাক্তকরণ ও যাচাইকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এমসিডি আরও বলেছে, জন্ম নিবন্ধনকরণ এবং জন্ম সনদ ইস্যু করার জন্য সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে জনস্বাস্থ্য বিভাগকে।
নির্দেশনা দেয়া হয়, বাংলাদেশি কোনো অবৈধ অভিবাসীর সন্তানকে যেন জন্ম সনদ ইস্যু করা না হয় তা নিশ্চিত করতে হবে।
এ প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়া হয়েছে সম্পর্কিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ অবশ্যই প্রতি শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় অবশ্যই জমা দিতে নির্দেশনা দিয়েছে এমসিডি। সব স্কুলের প্রধানদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আ. দৈ/ আফরোজা