শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
জাতীয়
বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তান চিহ্নিতের নির্দেশ দিল্লির
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 21 December, 2024, 6:09 PM  (ভিজিট : 20)

ভারতে বাংলাদেশি অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের সন্তানদের চিহ্নিত করতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি। একই সঙ্গে এমন শিক্ষার্থীদেরকে জন্মসনদ ইস্যু না করতে বলা হয়েছে। 

মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি (এমসিডি) সব ক্ষেত্রকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। 

নির্দেশনায় বলা হয়, গত ১২ ডিসেম্বর মুখ্যসচিব (হোম), জিএনসিটিডি’র সভাপতিত্বে এক ভার্চুয়াল মিটিংয়ে এই নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে এমসিডি কমিশনারের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনার। ভিসি’দের মিটিংয়ের সময়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান, এমসিডির জোনাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট এই পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন। 

এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাস বলেন, মিউনিসিপ্যাল স্কুলগুলোতে ভর্তি নেয়ার সময় বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বিভাগ।

এই স্কুলগুলোতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের শনাক্তকরণ ও যাচাইকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। 

এমসিডি আরও বলেছে, জন্ম নিবন্ধনকরণ এবং জন্ম সনদ ইস্যু করার জন্য সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে জনস্বাস্থ্য বিভাগকে। 

নির্দেশনা দেয়া হয়, বাংলাদেশি কোনো অবৈধ অভিবাসীর সন্তানকে যেন জন্ম সনদ ইস্যু করা না হয় তা নিশ্চিত করতে হবে। 

এ প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়া হয়েছে সম্পর্কিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ অবশ্যই প্রতি শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় অবশ্যই জমা দিতে নির্দেশনা দিয়েছে এমসিডি। সব স্কুলের প্রধানদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আ. দৈ/ আফরোজা 
 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝