যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে এই জরুরি অবস্থার ঘোষণা দেন।
ফেডারেল ও রাজ্য কর্তৃপক্ষ বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, যা প্রথমবারের মতো ২০২৪ সালে দুগ্ধজাত গবাদি পশুকে সংক্রমিত করেছে।
গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে বলেন, “সরকারি সংস্থাগুলোকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করতেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।”
এদিকে, এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার ৬৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে গুরুতর বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত সেখানে মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভাইরাসটি মানুষের শরীরে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের জন্য ভাইরাসটির ঝুঁকি খুব কম হলেও এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
গভর্নর নিউজম আরও বলেন, “জনগণের ঝুঁকি কম থাকলেও, ভাইরাসের বিস্তার রোধে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব।”
বার্ড ফ্লু এ বা এইচ৫এন১ ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৯৬ সালে। তবে ২০২০ সাল থেকে এই ভাইরাসে আক্রান্ত পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেইসঙ্গে স্তন্যপায়ী প্রাণীদেরও আক্রান্ত হতে দেখা যায়।
চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে গরু ও ছাগল এই তালিকায় যুক্ত হলে বিশেষজ্ঞরা হতবাক হন। কারণ, এর আগে পশুরা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে এমন ধারণা করা হয়নি।
২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে পোলট্রি খামারগুলোতে প্রায় ১০ কোটিরও বেশি পাখি হত্যা করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আ. দৈ./ সাধ