শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
বিনোদন
কেন এত জনপ্রিয় এই পাকিস্তানি তারকারা?
বিনোদন ডেস্ক
Publish: Wednesday, 18 December, 2024, 8:10 PM  (ভিজিট : 84)

উপমহাদেশের বলিউডের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই পাকিস্তানের শোবিজ অঙ্গন। সে দেশে যেমন রয়েছে সুদর্শন নায়ক, তেমনই রয়েছে সুন্দরী নায়িকা। বলা বাহুল্য, তাদের রূপ, অভিনয় নৈপুণ্যের তাণ্ডব চলছে বাংলাদেশের ভক্ত-শ্রোতাদের মাঝেও। তবে একটা সময় পাকিস্তানি অনেক শিল্পীরা বলিউড থেকে পরিচিতি পেলেও এখন নিজস্ব টেলিপর্দা, সিরিজ সিনেমা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন।

সম্প্রতি এশিয়া মহাদেশের জনপ্রিয়তায় শীর্ষ ৫০ জনের তালিকা প্রকাশ করেছে ইস্টার্ন আই। তার মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে বাছাই করা হয়েছে, যারা নিজেদের দেশে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। তাদের অনেকে পরিচিত, আবার অনেকেই অপরিচিতি। তবে জানেন কি, এখনকার সময়ের অধিকাংশ পাকিস্তানি তারকা- বিশেষ করে অভিনয়শিল্পীদের জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে তাদের টেলি সিরিজ। জেনে নেয়া যাক, কোন তারকা কোন টেলিসিরিজ থেকে জনপ্রিয়তা পেয়েছেন। 


হানিয়া আমির
হানিয়া আমিরকে কমবেশি অনেকেই চেনেন। সারা বছর বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী। বলিউডের সঙ্গেও বেশ আনাগোনা তার। র‍্যাপার বাদশার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার এসেছেন আলোচনায়। তবে এতকিছুর বাইরে এই বছরটিও দুর্দান্ত ছিল অভিনেত্রীর কাছে। কারণ, পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এ তার প্রধান ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে; বিশেষ করে হানিয়া ব্যতিক্রমী অভিনয় দক্ষতা মন কাড়ে দর্শকের।

তবে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার রয়েছে হানিয়া আমিরের। বর্তমানে বিশ্বতারকা হিসেবেই খ্যাতি রয়েছে তার।


ফাহাদ মোস্তফা
অভিনেতা ফাহাদ মোস্তফা। প্রায় এক দশক পর ধারাবাহিক নাটকের কাজে ফিরেছেন তিনি। মূলত ‘কাভি ম্যায় কখনো তুম’-এ ফাহাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করে। তবে শুধু অভিনয়েই নয়, চিন্তাশীল প্রযোজক হিসেবে একধাপ এগিয়ে আছেন তিনি। একসঙ্গে করেছেন অভিনয়-প্রযোজনার কাজও। 

পাকিস্তানের তারকা অঙ্গনে একজন সেরা, সফল হিসেবে নিজের খ্যাতি নিশ্চিত করেছেন ফাহাদ মোস্তফা।


হিবা বুখারী
পাকিস্তানের আরও এক জনপ্রিয় অভিনেত্রী হিবা বুখারী। অভিনয়গুণে নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন অভিনেত্রী। বিশেষ করে দেশটিতে টেলি সিরিজ বেশ জনপ্রিয়। সেখানকার দুটি টেলি সিরিজ ‘রাদ’ এবং ‘জান নিসারে’ তে অভিনয় করে দারুণ জনপ্রিয় এই অভিনেত্রী। 

হিবার অভিনীত সিরিজগুলো ইউটিউবে দুই বিলিয়ন ভিউ সংগ্রহ করে রেকর্ড ভেঙেছে। এর ফলে পাকিস্তানের আরেক অভিনয় শিল্পী হিবাকে 'রেটিং কুইন' বলে আখ্যায়িত করেছেন। নেপথ্যে, হিবার জন্যেই নাকি সেই ধারাবাহিকে ব্যাপক দর্শক টেনেছে।


সজল আলি
পাকিস্তানি অভিনেত্রী সজল আলি। তিনিও টেলি সিরিজ দিয়ে জনপ্রিয়তায় এসেছেন। ‘জারদ পাটন কা বান’ নাটকে তার প্রধান চরিত্র দর্শকদের নজর কাড়ে। শুধু তাই নয়, এই অভিনেত্রী পাকিস্তান সরকারের কাছ থেকে মর্যাদাপূর্ণ তমঘা-ই-ইমতিয়াজ (মেডেল অফ এক্সিলেন্স) খেতাব পেয়েছেন। যা তার ক্যারিয়ার একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় প্রযোজকদের জন্য শীর্ষ পছন্দের তালিকায় রয়েছেন অভিনেত্রী সজল আলি।


দুর এ ফিশান সেলিম
গত কয়েকদিন ধরে দেশের তরুণদের মধ্যে আলোচনায় রয়েছেন পাকিস্তানের অন্যতম সুন্দরী মডেল ও অভিনেত্রী দূর এ ফিশান সেলিম। সম্প্রতি গুঞ্জন ওঠে, বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে ঢাকায় আসছেন তিনি। যদিও আদতে এর কোনো সত্যতা নেই। এই অভিনেত্রী বাংলাদেশে আসুক বা না আসুক, সামাজিক মাধ্যমে তাকে আগাম স্বাগত জানাতে ভোলেননি নেটিজেনরা।

দুর এ ফিশান সেলিমও পরিচিত হয়েছেন পাকিস্তানি টেলি সিরিজ থেকেই। ২০২০ সালে ‘দিলরুবা’ দিয়ে আত্মপ্রকাশ ঘটে তার। সেখানে সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেন, এবং একে একে বিভিন্ন সিরিজে কাজ করার অফার পান।     

তবে দূর এ ফিশান সেলিম রাতারাতি খ্যাতি অর্জন করেন ‘জীবন কি আস’, ‘খুদা অর মহব্বত’, ‘ইশক মুরশিদ’ এর মতো ব্লকবাস্টার কিছু টেলি সিরিজে অভিনয় করে। সামাজিক মাধ্যমেও রয়েছে তার বিশাল অনুসারী সংখ্যা। ইনস্টাগ্রামে এই শিল্পীর অনুসারী সংখ্যা ৬০ লক্ষের ওপরে। সূত্র: সিয়াসাত, দুনিয়া


আ.দৈ/এআর
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রোববার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু: কাতার
বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
বিনোদন- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝