রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিভেনি বলে জানা যায়। আজ বুধবার সন্ধ্যা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকাল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর বিকেল ৫ টা ১২ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনটি গুলশান লেকের পাশে বস্তি এলাকায় লাগে। তবে রাস্তা সংকীর্ণ হওয়ায় এবং জ্যাম থাকায পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আজ. দৈ/ আফরোজা