অস্কারে এ বছর ভারতের অফিসিয়াল এন্ট্রি ‘লাপাতা লেডিস’। সিনেমাটি পরিচালনা করেছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। প্রযোজনায় রয়েছেন আমির খান। মুক্তির পর সমালোকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও খুব ভালো আয় করছিল সিনেমাটি।
তারই ফলস্বরুপ অস্কারে পাঠানো হয়েছে এটি। আর সিনেমাটির অস্কার জয়েও প্রচণ্ড আশাবাদী আমির খান। অভিনেতার মতে, লাপাতা লেডিস অস্কার জিতলে ভারতের মানুষ আনন্দে পাগল হয়ে যাবে।
অভিনেতা বলেন, আমি নিশ্চিত নই যে এ প্রতিযোগিতাকে কতটা গুরুত্ব সহকারে নিতে হবে। তবে আমি সত্যিই খুশি হব। এটি সিনেমাটি আরও অনেক বেশি লোকের দেখার জন্য অসাধারণ সুযোগ তৈরি করবে, কারণ যখন কোনও সিনেমা অস্কার বা একাডেমি পুরষ্কার জেতে, তখন সারা বিশ্বের লোকেরা সেটিকে দেখতে চায় যে এটি আসলে কেমন। সুতরাং এর ফলে একটি সিনোর জন্য বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছনোর একটি উন্মুক্ত জানলা তৈরি হয়ে যায়।
এমনিতেই লোক সিনেমাপ্রেমী। আমরা মরিয়া কবে ভারতীয় কোনো সিনেমা অস্কার জিতবে। কারণ এখনও পর্যন্ত তা হয়নি। তাই আমরা জিতলে ওরা পাগল হয়ে যাবে। তাই দেশের মানুষদের এই আনন্দের কথা ভেবেও আমরা জিততে চাই।
ভারতের ইতিহাসে মাত্র ৩টি সিনেমা- ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বোম্বে’ এবং ‘লাগান’ অস্কারের আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোনীত হয়েছে। তবে কেউই অস্কার জিততে পারেনি।
সম্প্রতি, রাজামৌলির‘আরআরআর’ সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে এবং ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারির অস্কার জিতেছে। ‘রাইটিং উইথ ফায়ার অ্যান্ড অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছে।
এখন ‘লাপাতা লেডিস’-এর কাছে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ২০২৫ সালের অস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে আজ।
আ. দৈ/ সাম্য