দিনাজপুর পৌর শহরের রাস্তাঘাটের করুণ দশা। বছরের পর বছর উন্নয়নের নামে ফলক উন্মোচন হলেও এখনো অধিকাংশ সড়ক খানা-খন্দ ও ধুলোর ঝড়ে ঢাকা। কাজের ধীরগতি আর ৫ আগস্টের পর ঠিকাদারের লাপাত্তা কারণে সড়কের এমন বেহাল দশা বলে অভিযোগ স্থানীয়দের।
প্রায় ২ বছর ধরে থমকে আছে জেলার পৌর শহরের ৯টি রাস্তার কাজ। তবে যারা কাজ করছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও পৌর কর্তৃপক্ষ।
পৌরবাসীর অভিযোগ, দিনাজপুর শহরের বালুবাড়ি, মুন্সিপাড়া, কালিতলা, ঘাসিপাড়া, বড়বন্দর, রামনগর, রাজবাড়ী, বাহাদুরবাজার, লিলির মোড় থেকে পাহাড়পুর, রামনগর মোড় হতে পাটুয়াপাড়া মোড় পর্যন্ত এমন কোনো সড়ক নেই, যেখানে দুর্দশা চোখে পড়ে না। এখনো অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। আবার বর্ষায় ওইসব এলাকার রাস্তাই হয়ে যায় ছোটো পুকুর! বছরের পর বছর অভিযোগ করে ক্লান্ত শহরবাসী, কিন্তু কোনো পরিবর্তন নেই শহরের রাস্তাঘাটের।
সংশ্লিষ্টরা জানান, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকার কোভিড-১৯ পুনর্বাসন প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার ৩০টি প্যাকেজে রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজে ৩৭ কোটি টাকা বরাদ্দ পায়।
পর্যায়ক্রমে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শহরের রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ উদ্বোধন হলেও ১৫টি কাজ শেষ হয়। বাকি ৬টি চলমান থাকলেও ৯টি রাস্তার কাজ শুরুর কোনো আলামত পাওয়া যাচ্ছে না। শহরের বিভিন্ন এলাকায় টেন্ডার করা বিভিন্ন রাস্তার কাজ শুরু করে গত প্রায় দুই বছর ধরে অসমাপ্ত ফেলে রাখায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়নের জন্য ১৭টি প্যাকেজে ১৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।
ঠিকাদারদের কাজে ধীরগতি ও গাফিলতির কারণে আমাদের হিমশিম খেতে হয়। ১০টির কাজ শেষ হলেও ৭টি এখন চলমান, এর মধ্যে গত ৫ আগস্টের পর ঠিকাদার পলাতক থাকায় তিনটি কাজ থেমে রয়েছে। ঠিকাদারদেরও চিঠি দেয়া হয়েছে, কাজ শেষ না করলে ব্যবস্থা নেয়ার কথা বলেন ওই কর্মকর্তা।
একই কথা বলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান। তিনি জানান, ১০ কিলোমিটার রাস্তার উন্নয়নের জন্য এলজিইডির আওতাধীন কোভিড-১৯ প্রকল্পে অর্থ বরাদ্দ পাওয়া গেছে ২১ কোটি টাকা। ১৩টি প্যাকেজের মধ্যে ৪টি শেষ, ৫টি চলমান রয়েছে; বাকি কাজগুলো থেমে গেছে। পরবর্তীতে ঠিকাদারের অনুপস্থিতিতে সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদার কাজ শুরু না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর পৌরসভা ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভার আয়তন ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার। ১২টি ওয়ার্ডে ৪ লাখের বেশি মানুষের বসবাস। পৌর এলাকায় ১৮৭ দশমিক ১৪ কিলোমিটারের মধ্যে ১২২ কিলোমিটার পাকা আর কাঁচা রাস্তা ৪৪ কিলোমিটার।
আ. দৈ/ আফরোজা