গত ১২ ডিসেম্বর ভোর ৫:১৫ মিনিটে গাজীপুর জেলার মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ তাজবীর হোসেন শিহান (২৬) ছিনতাইকারীদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন এবং কাভার্ডভ্যান চালক মোঃ মাসুদুর রহমান (৪৬) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা মোঃ তাজবীর হোসেন শিহানকে হাঁটুতে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়।
অপরদিকে, মোঃ মাসুদুর রহমানকে চাকুর আঘাত করে তার OPPO মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোঃ মাসুদুর রহমান নিকটস্থ সুফিয়া হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মোঃ তাজবীর হোসেন শিহানের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ পোস্টমর্টেমের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা নং-১৯, তারিখ-১৩/১২/২০২৪ খ্রি., ধারা-৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু হয়।
গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবুল কালাম আযাদ মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোঃ জুবায়ের এবং এসআই মোঃ সাইদুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চালায়।
সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ টিম গাজীপুরের সালনা, বাসন, কোনাবাড়ী, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি, চাপাতি, চাকু, ভিকটিমদের মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিম মোঃ তাজবীর হোসেন শিহানের স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ড এবং মোঃ মাসুদুর রহমানের OPPO মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চন্দ্রা, মৌচাক, কোনাবাড়ী, জয়দেবপুর চৌরাস্তা, টঙ্গী ও শ্রীপুর এলাকায় সিএনজি যোগে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ছিনতাইকৃত মোবাইল ফোনগুলো আসামি আনোয়ারের কাছে মাত্র ৮৫০০ টাকায় বিক্রি করেছিল।
পুলিশ জানায়, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আ. দৈ/ সাম্য