শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতুপ্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে মঙ্গলবার ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী পোর্ট ভিলার একাধিক ভবন ধসে পড়ে, যার মধ্যে বিদেশি দূতাবাসগুলোর একটি ভবনও রয়েছে। শহরের রাস্তায় লাশ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে ভানুয়াতুর প্রধান দ্বীপ এফাতে উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের কয়েক মিনিট পর ৫.৫ মাত্রার আফটারশক অনুভূত হয় এবং পরবর্তী কয়েক ঘণ্টায় আরও ছোটখাটো কম্পন ঘটে।
এএফপি-র প্রকাশিত ছবিতে দেখা গেছে, পোর্ট ভিলার একটি চারতলা কংক্রিট ভবনের নিচতলা ধসে পড়েছে। এই ভবনটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশের দূতাবাস হিসেবে ব্যবহৃত হতো। পাপুয়া নিউ গিনির মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা তাদের সব মার্কিন কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তবে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র ওই দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
স্থানীয় বাসিন্দা মাইকেল থম্পসন স্যাটেলাইট ফোনে এএফপি-কে জানান, শহরের বিভিন্ন ভবনে মানুষ আটকা পড়েছে এবং অনেক ভবনের নিচে চাপা পড়েছে। তিনি আরও বলেন, "আমরা যখন রাস্তায় হাঁটছিলাম, তখন বেশ কয়েকটি লাশ পড়ে থাকতে দেখেছি।" এক স্থানে ভূমিধসের কারণে একটি বাস চাপা পড়ে যায়, এবং ধারণা করা হচ্ছে, এতে অনেকেই প্রাণ হারিয়েছেন।
ভানুয়াতুতে দূতাবাস ভবনের নিচতলা সম্পূর্ণ ধসে গেছে। ভবনের উপরের তিনটি তলা এখনও দাঁড়িয়ে থাকলেও নিচতলা সমতল হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী মাইকেল থম্পসন বলেন, "যদি কেউ সেখানে অবস্থান করতেন, তাহলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।" এছাড়া শহরের বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং অন্যান্য কিছু ভবনও সম্পূর্ণভাবে ধসে গেছে।
ভূমিকম্পের পর শহরের মোবাইল নেটওয়ার্ক অধিকাংশ এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বিমান চলাচলও ব্যাহত হয়েছে। বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনলাইন ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার পোর্ট ভিলায় কোনো ফ্লাইট অবতরণ দেখাতে পারেনি। অস্ট্রেলিয়ান ও আঞ্চলিক এয়ারলাইনগুলো ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নিয়েছে।
উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষকে বের করার চেষ্টা করছে। থম্পসনের ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ইউনিফর্ম পরে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে কাজ করছেন। গাড়ি ও ট্রাকগুলোও চাপা পড়েছে। সিডনিভিত্তিক ব্যবসায়ী নিবহায় নন্দ জানিয়েছেন, পোর্ট ভিলার তার ফার্মেসি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের অনেক ভবনও ধসে পড়েছে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় এবং তিন ফুট উঁচু ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরে এই সতর্কতা তুলে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেন, "ভানুয়াতু আমাদের পরিবারের মতো এবং প্রয়োজনে আমরা সব সময় তাদের পাশে থাকব।" ভানুয়াতুর পরিস্থিতি পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ভানুয়াতু রিং অব ফায়ার-এর অংশ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। বিশ্বঝুঁকি প্রতিবেদন অনুযায়ী, ভানুয়াতু বিশ্বের প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশের তালিকায় শীর্ষে। ভূমিকম্প, ঝড়, সুনামি ও ভূমিধসের ঝুঁকি দেশটিতে সবচেয়ে বেশি।
আ. দৈ./ সাধ