পটুয়াখালীর বাউফল বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মুন্সি টিপুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কনকদিয়া ইউনিয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। রোববার (১ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার কনকদিয়া বাজারে কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেদুজ্জামান ফোরকান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ওহাব সিকদার,ইদ্রিস গাজী, ছাত্রদল নেতা পলাশ। এ সময়ে বিভিন্ন বক্তারা বলেন, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি টিপু দলের পরিক্ষিত নেতা। আওয়ামী লীগ সরকারের আমলে তার ওপর একাধিক বার হামলা, মামলা ও নির্যাতন হয়েছে। তারপরেও টিপু দলের নিবেদিত হয়ে রাজপথে থেকে ছাত্রদলকে সুসংগঠিত করেছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় রাজনীতির কোন্দলের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। আগামী দিনে ছাত্রদলকে সুসংগঠতি করার জন্য তার ওপর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
আ. দৈ. / কাশেম/ নাজিম